আইএসের আফগান ও পাকিস্তান শাখার প্রধান ‘নিহত’

আইএসের আফগান ও পাকিস্তান শাখার প্রধান ‘নিহত’

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী আইএসের আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান মার্কিন ড্রোন হামলায় মারা গেছেন বলে দাবি করা হয়েছে।

150711-hafiz-said-khan-1146a_51f316c83ce630d6cbd047dd075b6fba.nbcnews-ux-2880-1000আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ২৬ জুলাই তার মৃত্যু হয় বলে পাকিস্তানে, আফগানিস্তানের রাষ্ট্রদূত ওমর জাকিলওয়াল জানিয়েছেন।

তিনি বলেছেন, সেদিন আফগানিস্তানের নানগারহার প্রদেশের কোট জেলায় মার্কিন ড্রোন হামলায় কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও জিহাদি সদস্যসহ আইএসের খোরাসান নেতা হাফিজ সাঈদ খান নিহত হয়েছেন।

তবে কাবুলে যুক্তরাষ্ট্রের সামরিক জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করতে পারেননি। আইএসের আনুগত্য স্বীকার করা হাফিজ সাঈদ খান, তালেবানের পাকিস্তান শাখার একজন সাবেক নেতা।

এর আগেও একবার তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছিল তবে সেটিও নিশ্চিত ছিল না।