অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করলেন নওয়াজ শরীফ

অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করলেন নওয়াজ শরীফ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করলেন নওয়াজ শরীফ। পানামা পেপার্স কেলেংকারির ঘটনায় ওঠা অভিযোগের বিশ্বাসযোগ্যতা থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দুপুর ১২টায় দেয়া রায়ে একমত পোষণ করেন সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতি।

রায়ে আদালত বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পার্লামেন্টকে ভুল তথ্য দিয়েছেন। আর এর মধ্য দিয়ে নিজের অসততা প্রমাণ করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য তিনি। পানামা পেপার্স কেলেংকারির ঘটনায় নওয়াজ শরীফ ছাড়াও তার মেয়ে মরিয়ম, দুই ছেলে হাসান ও হুসাইন এবং ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্যাপ্টেন মুহাম্মদ সফদারও জড়িত।

তাদের বিরুদ্ধে উপস্থাপিত তথ্য প্রমাণের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই রায় দেন সুপ্রিম কোর্ট। এর আগে বিভক্ত রায় দিয়েছিলেন আদালত। পরে অধিকতর তদন্তের জন্য যৌথ তদন্ত দল গঠন করা হয়। ওই দলের দেয়া তথ্যের ভিত্তিতেই আজ এই রায় ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট। ২০১৫ সালে পানামা পেপার্স কেলেংকারির তথ্য ফাঁস হওয়ার পর জানা যায় : নওয়াজ শরীফ ও তার সন্তানরা কর ফাঁকি দিয়ে বিদেশে সম্পদ গড়েছেন।