অপারেশন পাইরেটস হান্টের দ্বিতীয় দিনে এক বনদস্যু আটক

অপারেশন পাইরেটস হান্টের দ্বিতীয় দিনে এক বনদস্যু আটক

শেয়ার করুন

 

মংলা প্রতিনিধি :

সুন্দরবনে অপারেশন পাইরেটস হান্ট’র দ্বিতীয় দিনে আল আমিন বাহিনীর সদস্য মিঠুকে আটক করেছে কোস্ট গার্ড। এছাড়া বনদস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করে দিয়েছে যৌথ বাহিনী।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় অভিযান চালিয়ে দস্যুদের ব্যবহৃত ৮/১০টি আস্তানার সন্ধান পান নৌ বাহিনী ও কোস্ট গার্ডের যৌথ বাহিনী। এ সময় অভিযানকারীরা দস্যুদের সে সকল আস্তানার বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে ভুস্মিভূত করে দেয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন  মেহেদী মাসুদ জানান, নৌ বাহিনী ও কোস্ট গার্ডের দুই জাহাজসহ ৮টি আধুনিক জলযান দিয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।  এছাড়া সুন্দরবনের পশ্চিম এলকার জাবা নদী থেকে বনদস্যু আল আমিন বাহিনীর এক সদস্য মিঠুকে দেশীয় অস্ত্র ও নৌকা সহ আটক করা হয়েছে । তিনি আরো বলেন, জিম্মি জেলেদেও উশুার করা না পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।