৩ পার্বত্য জেলায় চলছে দ্বিতীয় দিনের হরতাল

৩ পার্বত্য জেলায় চলছে দ্বিতীয় দিনের হরতাল

শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২য় দিনের মতো হরতাল চলছে। এ হরতালের ডাক দিয়েছে কয়েকটি বাঙালি সংগঠন।

সাপ্তাহিক হাটবার হওয়ায় খাগড়াছড়ি শহরে হরতাল শিথিল রাখা হয়েছে। ঢাকা থেকে আসা নাইট কোচগুলো পুলিশ পাহারায় শহরে ঢুকলেও খাগড়াছড়ি থেকে ঢাকা বা চট্রগ্রামের উদ্দেশ্যে কোন যানবাহন ছেড়ে যায়নি। পণ্যবাহী সব পরিবহন চলাচলও বন্ধ আছে।

Rangamati Hortal pic-11-08-16

হরতালের পাশাপাশি অবিরাম বৃষ্টিতে রাঙামাটিতে জনজীবন স্থবির। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় দোকান পাট সব বন্ধ। আজ সকাল থেকেও জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে।

৬টি নৌ-রুটেও কোন নৌযান চলাচল করছে না। প্রথম দিনে পার্বত্য ৩ জেলাতেই হরতাল থাকলেও জনদুর্ভোগের কথা চিন্তা করে বান্দরবানে হরতাল প্রত্যাহার করা হয়েছে।