১ মাসের মধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে: কাদের

১ মাসের মধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে: কাদের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগামী ১ মাসের মধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে  রাঙ্গামাটি সড়কের পাহাড়ধসে ভেঙ্গে যাওয়া অংশ পরিদর্শন করতে গিয়ে তিনি একথা জানান।

এ সময় মন্ত্রী বলেন, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক একটি প্রধান সড়ক। যা চালু রাখা খুবই প্রয়োজন। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকার ধসে যাওয়া স্থানে একটি বেইলী ব্রিজ নির্মাণ করা হবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।