শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

শেয়ার করুন

Photo munshiganj 10.08 (3)

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রচন্ড বৈরী আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীতে প্রচন্ড ঢেউ উঠেছে। তাই সকাল ৯ টা থেকে লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ আছে।

Photo munshiganj 10.08 (2)

বিআইডাব্লিউটিসি’র সহকারী ব্যবস্হাপক (বানিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, প্রচন্ড ঢেউ ও আবহাওয়া অনুকুল না থাকায় রোরো ফেরি চললেও ছোট ফ্লাট ফেরি চলাচল বন্ধ আছে।

দুই ঘাটে কয়কশত গাড়ি ফেরি পারাপার করার জন্য অপেক্ষা করছে। শিমুলিয়া প্রান্তে ছোটবড় মিলিয়ে অপেক্ষারতত গাড়ি সংখ্যা প্রায় আড়াইশত।