বড় পরাজয় দিয়ে এশিয়া কাপ হকির দশম আসর শুরু করল বাংলাদেশ

বড় পরাজয় দিয়ে এশিয়া কাপ হকির দশম আসর শুরু করল বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

বড় পরাজয় দিয়ে এশিয়া কাপ হকির দশম আসর শুরু করলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ৭-০ গোলের। আবু মাহামুদ ৩টি এবং আসলাম কাদির ও আমাদ বাট ২টি করে গোল করেছেন।

পাকিস্তানের বিপক্ষে পরাজয় অনুমেয় থাকলেও, প্রথম কোয়ার্টারে কোন গোল হজম করেনি বাংলাদেশ। যদিও স্বাগতিকদের সাফল্য অতটুকুই। এরপর বাকি ৩ কোয়োর্টারে বাংলাদেশকে খুজেই পাওয়া যায়নি। ১১ মিনিটে পাকিস্তানের একটি ভালো আক্রমন বাঁচিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক অসিম। ১৮ মিনিটে আর রক্ষা হয়নি বাংলাদেশের।

পেনাল্টি কর্ণার থেকে পাকিস্তানকে এগিয়ে দেন আবু মাহামুদ। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে অধিনায়ক জিমির স্ট্রোক ক্রসবারে লাগলে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ৩৩ মিটিটে আমাদ বাট এবং আসলাম কাদিরের গোলে ৩-০ স্কোর হয় পাকিস্তানের।

৪০ মিনিটে পাকিস্তানের আবু মাহামুদ নিজের দ্বিতীয় গোল করেন। ৭ মিনিটে পর  আমাদ বাটও করেন নিজের দ্বিতীয় গোল। ৫০ মিনিটে আবু মাহামুদের তৃতীয় গোলে পাকিস্তানের স্কোরলাইন হয় ৬-০। ম্যাচের শেষভাগে পাকিস্তানের ব্যবধান আরো বাড়ান আসলাম কাদির।