বনানীতে রিক্রুটিং এজেন্সিতে হামলার ঘটনার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বনানীতে রিক্রুটিং এজেন্সিতে হামলার ঘটনার তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বনানীতে রিক্রুটিং এজেন্সিতে হামলার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে, শেরে বাংলা নগরে সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গ উদ্বোধন করে সাংবাদিকদের একথা জানান তিনি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। নিহত সিদ্দিক হোসাইনের বয়স ৫৫ বছর। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান এম এস মুন্সী ওভারসিজের মালিক তিনি। বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাসায়, তার এই ব্যবসাপ্রতিষ্ঠান।

মঙ্গলবার রাত আটটার দিকে সেখানে চারজন দুর্বৃত্ত অতর্কিতে ঢুকে গুলি করে পালিয়ে যায়। এতে সিদ্দিক মুন্সি ও তাঁর প্রতিষ্ঠানের তিনজন কর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সিদ্দিক মুন্সিকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি বনানী থানা পুলিশ।