বঙ্গবন্ধু ও ফিদেল কাস্ত্রো

বঙ্গবন্ধু ও ফিদেল কাস্ত্রো

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কিউবার কিংবদন্তি নেতা ফিদেল ক্যাস্ত্রো বলেছিলেন, “আমি হিমালয় দেখি নি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি।” ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ক্যাস্ত্রো তীব্র নিন্দাও জানিয়েছিলেন ।

আদর্শিক মতের মিল ও গণমানুষের স্বপক্ষের মানুষ হিসেবে তিনি শ্রদ্ধা করতেন আর ভালবাসতেন বঙ্গবন্ধুকে । এমনকি কাস্ত্রো বঙ্গবন্ধুকে দিক নির্দেশনা দিয়েছিলেন কীভাবে যুদ্ধবিধ্বস্ত দেশ পরিচালনা করে দেশকে এগিয়ে নেবেন। প্রশাসন কিভাবে চালাবেন আর ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান থাকার কথাও তিনি বলেছিলেন।

১৯৭৩ সালে আলজেরিয়ায় জোটনিরপেক্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান বলেছিলেন “পৃথিবী ২ ভাগে বিভক্ত, এক ভাগে শোষক শ্রেণী আরেক ভাগে শোষিত শ্রেণী। আমি শোষিতের দলে।”  এই ভাষণের পর কিউবার রাষ্ট্রপতিই ফিদেল ক্যাস্ত্রো শেখ মুজিবকে সাবধান করেছিলেন।