ফ্লোরিডায় আঘাত হেনেছে ইরমা

ফ্লোরিডায় আঘাত হেনেছে ইরমা

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পশ্চিম উপকূল ম্যাক্রো আইল্যান্ডে আঘাত হেনেছে হারিকেন ইরমা। এখনো ১৭০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইছে। ব্যাপক বৃষ্টিপাতের কারণে মিয়ামি ও নেপলসে দেখা দিয়েছে বন্যা। অনেক জায়গায় হয়েছে ভূমিধ্বস।

অন্তত ৩৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এর আগে ফ্লোরিডা ও জর্জিয়া থেকে অন্তত ৬৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে : এখনো রয়েছে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশংকা।

তবে দেশটির জাতীয় হারিকেন সেন্টার জানায়, বর্তমানে ক্যাটাগরি দুইয়ে পরিণত হয়ে দূর্বল হয়ে পড়েছে হারিকেন ইরমা। এটি এখন ফ্লোরিডার উত্তর উপকূলের দিকে এগোচ্ছে। এর আগে, শনিবার চার মাত্রার শক্তি নিয়ে ২১০ কিলোমিটার গতিতে ফ্লোরিডায় আঘাত হানে হারিকেন ইরমা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরমাকে ‘ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন ঝড়’ আখ্যা দিয়ে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানে, সেখানে ২৭ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।