জনমত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বিএনপি

জনমত গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বিএনপি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নির্বাচনকালীন সরকারের একাধিক বিকল্প প্রস্তাব রেখে এর পক্ষে জনমত গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি। অবশ্য প্রকাশ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বললেও, ভেতরে-ভেতরে নির্বাচনী ইশতেহার তৈরি, সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজও করছে দলটি। এক্ষেত্রে, সংস্কারপন্থী হিসেবে পরিচিত দলের বাইরে থাকা নেতাদের আবার দলে ফিরিয়ে আনার প্রয়াসও রয়েছে।

নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি নেতারা। কেউ বলছেন,শেখ হাসিনার অধীনে নির্বাচনের যাবে না বিএনপি। কারো কারো দাবি, অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার। আবার সর্বদলীয় সরকারের দাবি কারো কারো্। সংবিধানে না থাকায় অন্তবর্তীকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই, মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের । তবে বিএনপি নেতারা বলছেন অন্য কথা।

মামলার কারণে খালেদা জিয়া আগামী নির্বাচনে যেতে পারবেন কিনা, কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতায় নিবন্ধন রাখতে আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচনে যেতেই হবে, এমন চাপ থাকলেও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েই সরকারকে চাপে রাখতে চায় দলটি।

পাশাপাশি দল গোছানোর কাজও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলীয় চেয়ারপার্সন। বিএনপি নেতারা বলছেন উপযুক্ত সময়ে নির্বাচনকালীন সরকারের রুপরেখা তুলে ধরবেন বিএনপি চেয়ারপার্সন।