করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে কানাডা

শেয়ার করুন

 

momen_champain

মহামারি করোনা ভাইরাস মোকাবিলা ও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে কানাডা। বুধবার (১৩ মে) রাতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইন এক টুইট বার্তায় এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন।

টেলিফোন আলাপের বিষয়ে ফিলিপ চ্যাম্পেইন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পণ্য সরবরাহ চেইন ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আলাপ করেছি করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা নিয়ে।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকার কানাডিয়ান হাইকমিশন বৃহস্পতিবার (১৪ মে) জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, মানুষে মানুষে যোগাযোগ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন