শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

চার শিক্ষানবিশ ডাক্তারের শাস্তির প্রতিবাদে, দেশের বেশ কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তিন দিন আগে বগুড়ায় শুরু হওয়ার পর, শনিবার সকাল ৮টা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৮০ জন শিক্ষানবিশ চিকিৎসক কর্মবিরতি শুরু করেন।

একই সময়ে কর্মবিরতিতে যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরাও। দুপুরে সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরাও কর্মবিরতিতে যোগ দেন।

গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, এক রোগীর স্বজনদের মারধর করেন সেখানকার ইন্টার্নি চিকিৎসকরা। অভিযুক্ত ৪ শিক্ষানবিশ চিকিৎসককে ছয় মাস বহিস্কারের শাস্তি দেওয়া হয়। এদিকে চিকিৎসকদের কর্মবিরতিকে অনুচিত কর্মসূচি বলে সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।