মংলায় কোটি টাকা নিয়ে উধাও সোনালী উন্নয়ন ফাউন্ডেশন

মংলায় কোটি টাকা নিয়ে উধাও সোনালী উন্নয়ন ফাউন্ডেশন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক

উচ্চ হারে মুনাফার লোভ দেখিয়ে, মংলার বুড়িরডাঙ্গা এলাকার হাজারো মানুষের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও। কষ্টের টাকা ফেরত পেতে এখন বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছে অসহায় মানুষ। মংলা থেকে নিজাম উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোট।

২০০০ সালে মংলা উপজেলার দিগরাজে কার্যক্রম শুরু করে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও। উচ্চহারে সুদ দেয়ার প্রলোভন দেখিয়ে, গ্রামের ১ হাজার ৩শ ৯৮ জন গ্রাহকের কাছ থেকে এক কোটি ৩ লাখ টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। তারপর হঠাৎ দেখা যায়, অফিস বন্ধ। নাম-নিশানাও নেই এনজিওর।

সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের মহাপরিচালকের নাম শামস উদ্দিন। গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে নিয়োগ দেয়া হয়েছিল স্থানীয় লোক। প্রতারিতদের তোপের মুখে এখন তারাও। মহাপরিচালকসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন মাঠ কর্মীরা।

হাজারো মানুষের অভিযোগের প্রেক্ষিতে, এনজিওটির দিগরাজ শাখা অফিসে গিয়ে দেখা যায়, অফিস তালাবদ্ধ। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।