বগুড়ায় ধর্ষণের শিকার মা-মেয়েকে সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ

বগুড়ায় ধর্ষণের শিকার মা-মেয়েকে সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বগুড়ায় ধর্ষণের শিকার কলেজছাত্রী ও তার মাকে সেফ হোম ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে, বগুড়ার শিশু আদালতের বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমদাদুল হক ধর্ষণের শিকার কলেজছাত্রীকে রাজশাহীর সেফ হোম এবং তার মাকে বগুড়া জেল সুপারের মাধ্যমে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দেন।

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাদের রিলিজ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ মা ও মেয়েকে আদালতে আনেন। বিচারক তাদের নিরাপত্তার জন্য এ নির্দেশ দেন।

এসময় মেয়েটি সেফ হোমে যেতে আপত্তি জানালে, বিচারক তাকে তার বাবার জিম্মায় দিতে বলেন। বাবা মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানালে, বিচারক আগের আদেশই বহাল রাখেন। গত ১৭ জুলাই শ্রমিক লীগ নেতা তুফান ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে, ২৮ জুলাই তুফানের স্ত্রী আশা, তার বোন কাউন্সিলর রুমকি ও মা রুমি মেয়ে ও তার মাকে বাসা থেকে তুলে এনে মারধর করে এবং তাদের মাথা ন্যাড়া করে দেয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।