আবগারি শুল্ক প্রত্যাহারের আহ্বান ইনুর

আবগারি শুল্ক প্রত্যাহারের আহ্বান ইনুর

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সঙ্গে তিনি ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক মুক্ত রাখারও দাবি জানান।

সকালে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংবাদ শিল্পের ওপর আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা না হলে, এ শিল্প ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় অর্থমন্ত্রীর সমালোচকদের উদ্দেশে তিনি বলেন দেশের অর্থনীতির চাকা সফল বলবেন আর অর্থমন্ত্রী কে ব্যর্থ বলবেন তা হবে না। প্রধানমন্ত্রীর পরামর্শেই অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।