অনশন ভাঙলো ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিরা

অনশন ভাঙলো ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিরা

শেয়ার করুন

2b5c5303a51c49518526514769c005fc_18

বিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলি কারাগারে অনশনে থাকা দুই শতাধিক ফিলিস্তিনি বন্দি অবশেষে খাবার খেতে রাজি হয়েছেন।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ, বন্দিদের দেহ তল্লাশি বন্ধ রাখতে এবং কারাগারের অভ্যন্তরের পরিবেশ উন্নয়ন ঘটানোর আশ্বাস দেয়ার প্রেক্ষিতে, অনশন কর্মসূচি তুলে নিতে রাজি হয় বন্দিরা।

এক সপ্তাহ আগে হামাস বন্দিদের পৃথক সেলে সরিয়ে নেয় ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। এছাড়া হামাস বন্দিদের কাছ থেকে মোবাইল কেড়ে নেয়ার পাশাপাশি, তাদের মারধরও করা হয়। এমনকি বন্দিদের সঙ্গে দেখা করতে যাওয়া আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়া হয় না বলেও অভিযোগ ওঠে।

এসব ঘটনার প্রতিবাদে গত শুক্রবার থেকে ইসরায়েলি কারাগারে অন্তত ৪ শতাধিক ফিলিস্তিনি বন্দি অনশন শুরু করে।