রোহিঙ্গা ইস্যুতে চাপ উপেক্ষা করা মিয়ানমারের পক্ষে সম্ভব নয়: কাদের

রোহিঙ্গা ইস্যুতে চাপ উপেক্ষা করা মিয়ানমারের পক্ষে সম্ভব নয়: কাদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত গড়ে ওঠছে, এই চাপ উপেক্ষা করা মিয়ানমারের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগের অফিসে, দলের কেন্ত্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঐক্যমতে পৌছেছে উল্লেখ করে, চীনকেও পাশে থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের।

হাওড় ও বন্যা পরিস্থিতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয় নি, সেখানে রোহিঙ্গা শরনার্থী বাংলাদেশ সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী। তবে বিএনপির ত্রাণের গাড়ি ফেরত পাঠানোর বিষয়ে সেখানকার জেলা প্রসাশনকে না জানানো ও বিএনপির নিয়ম না মানার অভিযোগ করেন তিনি।