যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: মুহিত

যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: মুহিত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সরকার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার সিলেটের ক্বিন ব্রিজ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং ক্বিন ব্রিজ থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত চার লেন ও দুই লেনের সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও সিলেটের ঐতিহ্যবাহী সারদাভবন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

সিলেটে চার লেন ও দুই লেনের সড়ক তৈরির কাজ যথাসময়ে শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী। বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশ তৈরিতেও সরকার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।