প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন

প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী, বরিশাল এবং সিলেট সিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।

শনিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের সব ধরনের প্রচার। নির্বাচনী এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে আইনশৃংখলা রক্ষাকারী বহিনীর সদস্যরা। ৩ সিটি নির্বাচনের দায়িত্ব পালনে মোতায়েন করা হয়েছে ৪৪ প্লাটুন বিজিবি।

সকাল থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পৌঁছানো শুরু হয়। তিন সিটির ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। দলীয় প্রতীকে প্রথমবারের মত সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী, বরিশাল ও সিলেটে। এই তিন সিটিতে মেয়র পদে মোট ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন সিটির ৩৯৫টি কেন্দ্রে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ হবে। নির্বাচনে ৮ লাখ ৭৪ হাজারেও বেশি ভোটার ভোট দেবেন।