ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের পরতে হচ্ছে চরম ভোগান্তিতে।সকাল থেকে শুরু হওয়া যানজট বেলা বাড়ার সাথে সাথে যানজটও বাড়াতে শুরু করে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বেশি।

এদিকে, বিআইডব্লিউটিসি এর শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে শিমুলিয়া ঘাট এলাকায় তেমন যানবাহনের চাপ নেই। তবে ঘাট এলাকায় যাত্রীবাহি প্রায় ২ শতাধিক ছোট যানবাহন ঘাট এলাকায় অবস্থান করছে।

এখনো ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়েনি। তবে কাল থেকে যাত্রীসহ যানবাহনের চলাচল বাড়তে পারে।