ট্রাম্প-মোদি ফোনালাপ

ট্রাম্প-মোদি ফোনালাপ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ট্রাম্প ও মোদি পরস্পরের সঙ্গে ফোনে কথা বলেন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানানো হয়নি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এ পর্যন্ত চারজন বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। এই তালিকায় মোদি হলেন পঞ্চম কোনো বিদেশি নেতা।

২১ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতোর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ২২ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পরদিন কথা বলেন মিসরের প্রেসিডেন্টে আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে।

নির্বাচনী প্রচারকালে ট্রাম্প একাধিকবার ভারতের প্রশংসা করেন। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।