চৌদ্দগ্রামে পেট্রল বোমা হামলা, খালেদা সহ ৭৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

চৌদ্দগ্রামে পেট্রল বোমা হামলা, খালেদা সহ ৭৮ জনকে অভিযুক্ত করে চার্জশীট

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি:

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপে ৮ জনের নিহতের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ ২০ দলীয় জোটের ৭৮ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম কুমিল্লা আদালতের চৌদ্দগ্রাম কোর্টের জিআরও কার্যালয়ে চার্জশীটটি জমা দেন। চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সল বিষয়টি নিশ্চিত করেনে।

মামলায় জামায়াত নেতা চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে মোট ৫৬ জনের নাম উল্লেখ করে আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়। এই মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়। তারা হলেন- ব্যরিষ্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, রিজভী আহমেদ, সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক শওকত মাহমুদ।

পরবর্তীতে মামলা তদন্তকালে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ ২২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তদন্তকালে আসামিদের ২ জন মৃত্যুবরণ করে। অপর ৪ জনকে ঘটনা সাথে সম্পৃক্ত না থাকায় চার্জশীটে নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধকালীন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহন পুরে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রল বোমায় আইকন পরিবহনের একটি বাসের ৮ যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত হয় আরো ২০ জন।