চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশনারদের নাম, সোমবার আবার বৈঠক

চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশনারদের নাম, সোমবার আবার বৈঠক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাষ্ট্রপতির কাছে প্রস্তাবের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নাম এখনো চূড়ান্ত করতে পারেনি সার্চ কমিটি। আগামী ৬ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসবে এ কমিটি।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা ব্যক্তিদের অতীত ইতিহাস এবং বিশিষ্ট নাগরিকদের দেওয়া পরামর্শ নিয়ে পর্যালোচনা করেছেন কমিটির সদস্যরা। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে পাওয়া প্রস্তাব থেকে অনুসন্ধান কমিটি ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে।

তাঁদের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার লক্ষ্যে আজ বৈঠকে বসেন কমিটির সদস্যরা। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাঁচজন করে নাম দিতে বলেছিলেন। দল থেকে পাওয়া ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করে সার্চ কমিটি।