খাগড়াছড়িতে শিশু হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে শিশু হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় পঞ্চম শ্রেণির শিশু কৃত্যিকা ত্রিপুরাকে হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

গতরাত ১২টায় নয়মাইল এলাকায় বাড়ির পাশের সেগুন বাগান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, নয়মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কৃত্যিকা ত্রিপুরা শনিবার দুপুরে স্কুল থেকে টিফিনের সময় বাড়িতে এসে আবারো স্কুলের উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু সে আর স্কুলে ফিরে যায়নি। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি সেগুন বাগান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক অবরোধ করে রাখে । পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।