কর প্রদানের ক্ষেত্রে প্রকৃত তথ্য দিতে এনবিআর চেয়ারম্যানের আহ্বান

কর প্রদানের ক্ষেত্রে প্রকৃত তথ্য দিতে এনবিআর চেয়ারম্যানের আহ্বান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ আসে জনগণের কর থেকে এ কথা জানিয়ে কর প্রদানের ক্ষেত্রে প্রকৃত তথ্য দিতে সবার প্রতি আহ্বান রেখেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

আজ দুপুরে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলা পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। মূল্য সংযোজন কর বা ভ্যাট পনের শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করার ব্যাপারে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন প্রধানমন্ত্রী।

এছাড়া ডিজিটাল ভ্যাট, ডিজিটাল আয়কর এবং ডিজিটাল কাস্টমস নিয়েও তারা কাজ করছেন বলে জানান। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদসহ কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৭ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত।