ইইউ-যুক্তরাষ্ট্র সম্পর্ক হুমকির মুখে: ইইউ

ইইউ-যুক্তরাষ্ট্র সম্পর্ক হুমকির মুখে: ইইউ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র-ইইউ সম্পর্ক হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার। একইসঙ্গে ট্রাম্প ইউরোপের প্রতি উদাসীন বলেও মন্তব্য করেন জাঙ্কার।

লুক্সেমবার্গে এক সম্মেলনে শিক্ষার্থীদের সামনে দেওয়া ভাষণে এইসব মন্তব্য করেন জাঙ্কার। তিনি বলেন, ‘নির্বাচনে ট্রাম্পের বিজয়ের ফলে আন্তঃমহাদেশীয় সম্পর্ক এবং তার ভিত্তি ও অবকাঠামো হুমকির মধ্যে পড়েছে।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ট্রাম্পকে তাদের দেখাতে হবে, ইউরোপ কী, আর তা কীভাবে কাজ করে। এর আগে ট্রাম্প তার নির্বাচনি প্রচারণার সময় বলেছিলেন, তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বেরিয়ে আসতে পারে।

আবার ইইউ’র সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনা করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও প্রশংসা করেছেন ট্রাম্প। ট্রাম্প ব্রেক্সিটেরও সরাসরি সমর্থন জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ব্রেক্সিটের চেয়েও বড় কিছু তিনি করে দেখাবেন।