হোয়াইটওয়াশ হয়ে বছর শেষ করল বাংলাদেশ

হোয়াইটওয়াশ হয়ে বছর শেষ করল বাংলাদেশ

শেয়ার করুন

Bangladesh's Tamim Iqbal bats during the 3rd one day international cricket match match between New Zealand and Bangladesh at Saxton Oval in Nelson on December 31, 2016. / AFP / Marty Melville (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

এটিএন টাইমস ডেস্ক:

হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে বছর শেষ করলো বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। তাদের দেয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

নেলসনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে বাংলাদেশ। ওপেনিং পার্টনারশিপে ১০২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। তার ব্যাট থেকে আসে ৪৪ রান।

ওয়ান ডাউনে নামা সাব্বিরকে সঙ্গে নিয়ে ইনিংসকে বড় করতে থাকেন তামিম ইকবাল। তবে দলীয় ১২৭ রানে সাব্বির আউট হওয়ার পর আসা-যাওয়ায় থাকেন মাহমুদউল্লাহ, সাকিব, মোসাদ্দেক ও তানভীর।

তামিম আউট হন ৫৯ রানে। শেষ দিকে নুরুল হাসানের ৪৪ রানের সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে শুরুতেই টম লাথামকে হারায় নিউজিল্যান্ড। এরপর দলীয় ১৬ রানে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্টিন গাপটিল।

অধিনায়ক কেন্ উইলিয়ামসনের অপরাজিত ৯৫ ও নেইল ব্রমের ৯৭ রানের সুবাদে সহজ লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। মুম্তাফিজুর রহমান নেন ২ উইকেট।