শরীয়তপুরে কালবৈশাখীর তাণ্ডবে শিশু ও নারীর মৃত্যু

শরীয়তপুরে কালবৈশাখীর তাণ্ডবে শিশু ও নারীর মৃত্যু

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। সোমবার সকাল ৭টার দিকে হঠাৎ শুরু হয় ঝড়। ২০ মিনিটের তাণ্ডবে দুই উপজেলার চার ইউনিয়নে দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়।

ঝড়ে গাছের ডাল ভেঙে ডিএমখালী ইউনিয়নের চরপাইয়াতলী গ্রামে বেগম আক্তার নামে এক বৃদ্ধা ও নওয়াড়া ইউনিয়নের নিরব নামে এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া, জেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীতে গাছের ডাল ও ঘর ভেঙে আহত হন অর্ধশতাধিক।

গুরুতর আহত ৩ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কালবৈশাখীর পর থেকে গোটা জেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।