রাষ্ট্রপতির উদ্যোগ জনগণের ইচ্ছার প্রতিফলন: বিএনপি

রাষ্ট্রপতির উদ্যোগ জনগণের ইচ্ছার প্রতিফলন: বিএনপি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপে বসতে বলে রাষ্ট্রপতি আসলে জনগণের চাওয়াকেই মূল্যায়ন করেছেন বলে ভাবছে সংলাপে আগ্রহী বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু নির্বাচন পেতে নিরপেক্ষ একটি সার্চ কমিটি, নিরপেক্ষ ও শক্তিশালী একটি নির্বাচন কমিশন প্রয়োজন, তেমনই প্রয়োজন নির্বাচন কালে নির্দলীয়-নিরপেক্ষ একটি সহায়ক সরকার।

নির্বাচন কমিশন গঠনের জন্য ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত একে একে ৩১ দলের সঙ্গে আলোচনায় বসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। বিএনপির অন্যতম চাওয়া ছিলো এ সংলাপ। দলটির আরেক চাওয়ায়ও এবার সমর্থন মিললো খোদ রাষ্ট্রপতি আবদুল হামিদের।

মঙ্গলবার রাষ্ট্রপতি বলেছেন, নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করতে দলগুলোকে নিজেদের মধ্যে বসতে হবে। তার এ আহবানকে ইতিবাচক বলছেন বিএনপি নেতারা। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনায় নেতারা বলেন, রাষ্ট্রপতির এ কথা জনগণের ইচ্ছার প্রতিফলন।

অবশ্য সরকারের চাওয়ার বিপরীতে রাষ্ট্রপতির এমন চাওয়া কিছুটা ভাবনায়ও ফেলেছে বিএনপি নেতাদের। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এ সরকারের অধীনে নির্বাচনে ইসি স্বাধীন থাকবে না। দরকার নির্বাচন কালে নির্দলীয় নিরপেক্ষ সরকার।

পত্রিকায় বিভিন্ন নাম দেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলীয় লোক নিয়ে সার্চ কমিটি হলে ২০১৪’র মতোই নির্বাচন হবে। শুধু বিএনপি না, সারাদেশ আজ বিপদে বলে মন্তব্য স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। অন্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলছেন, সরকার আসলে বিএনপিকে ভয় পায়।