ব্লু হোয়েল গেইম বন্ধে হাইকোর্টের রুল

ব্লু হোয়েল গেইম বন্ধে হাইকোর্টের রুল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ব্লু হোয়েল গেইম বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া ছয় মাসের মধ্যে এই গেমের সব লিংক বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে ডি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রোববার আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় সব ধরনের অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী।

একইসঙ্গে এই আবেদনে মোবাইল ফোন অপারেটরদের রাতে বিশেষ ইন্টারনেট অফার বন্ধেও নির্দেশনা চাওয়া হয়।