ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাশ

ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাজ্য সরকার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ব্রেক্সিট বিল পাস করেছে ব্রিটিশ পার্লামেন্ট। বিবিসি জানায়, লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি সক্রিয় করতে সোমবার বিলটি পাস করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ ‘দ্যা হাউস অব লর্ডস’।

আর এই ‘অনুচ্ছেদ ৫০’ সক্রিয় করার দুই বছরের মধ্যে সম্পর্ক গুটিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত বিল সংশোধনীর জন্য ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে ফেরত আসে। পর্যবেক্ষকেরা আগে থেকেই বলছেন, থেরেসা মে সরকার অস্বাভাবিক দ্রুততায় বিলটি পাস করিয়ে নেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার শেষ পর্যন্ত যদি উভয় কক্ষ একমত হয় তাহলে বিলটি সঙ্গে সঙ্গে আইনে পরিণত হবে। ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটার ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে রায় দিয়েছে গত বছরই। লর্ডসভার সদস্যরা এই বিলে যুক্তরাজ্যে অবস্থানরত ইইউ নাগরিকদের বসবাস অব্যাহত থাকার নিশ্চয়তা এবং ব্রেক্সিট নিয়ে সম্পাদিত সমঝোতার ওপর গণভোটের দাবি করেন।

এর আগে দেশের আইনসভা পূর্ণ অনুমোদন দিলে ব্রিটেন খুব শীগ্রই ইইউ থেকে বের হয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।