গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনচালক নিহত

গাজীপুরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনচালক নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রেনচালক নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের বন্ধ থাকা রেল যোগাযোগ ৬ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত পৌণে ২টার দিকে এ র্ঘটনা ঘটে।

রেল পুলিশ জানায়, রাত দু্ইটার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় একটি বিদ্যুতের খুটিবাহী ট্রাক রেল লাইন অতিক্রম করার সময় রেল লাইনের উপর বিকল হয়ে আটকে যায়।

এসময় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে ট্রাকটিকে ধাক্কা দেয়। ফলে ট্রেনের ইঞ্জিন দুমড়ে মুচড়ে যায় এবং কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত হন ট্রেনের আরো কয়েকজন যাত্রী। রাতে ট্রেন চলচল বন্ধ থাকলেও সকাল ৭টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।