আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শেয়ার করুন
1451654044
ছবি- সংগৃহীত

এটিএন টাইমস ডেস্ক:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদের তীরে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম জমায়েতে সকাল ১১টায় মোনাজাত শুরু হয়ে চলে সাড়ে ১১ টা পর্যন্ত। মোনাজাত পরিচালনা করেন, তবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি, দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ।

লাখো মানুষ ইজতেমা ময়দানে, পাশের রাস্তাগুলোতে এবং মাইকের শব্দসীমার মধ্যে মোনাজাতের অংশ নিয়েছেন। এটিএন নিউজসহ বিভিন্ন চ্যানেল সরাসরি সম্প্রচার করায়, বাসায়, দোকানে, অফিসে, টেলিভিশন সেটের সামনেও অসংখ্য মানুষ স্রষ্টার দরবারে দু’হাত তোলে। সব গুনাহ্ মাফ চেয়ে দেশ ও দশের মঙ্গলসহ জগতের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন সবাই।

এর আগে মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মানুষ সূর্য ওঠার অনেক আগে থেকেই মাইলের পর মাইল হেঁটে, পথের কষ্ট ও শীতকে উপেক্ষা করে ছুটে যান ইজতেমা ময়দানে। ছিলেন প্রায় সাত হাজার বিদেশি মেহমানও। মুসল্লিদের নির্বিঘ্নে বাড়ি ফেরার সুবিধার্থে ২৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ছিল বিআরটিসির প্রায় ২০০ বাসের বিশেষ সার্ভিসও।