শ্যাননের সঙ্গে খালেদার ‘ফলপ্রসূ’ আলোচনা

শ্যাননের সঙ্গে খালেদার ‘ফলপ্রসূ’ আলোচনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যানন।

সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা।

শ্যাননের সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিল। শ্যাননকে বিদায় জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, মূলত তার আলোচনার মধ্যে ছিল রোহিঙ্গা সঙ্কট এবং দেশের চলমান রাজনেতিক পরিস্থিতি।

এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করলেও নির্বাচন নিয়ে কী কথা হয়েছে, তা বলতে রাজি হননি মির্জা ফখরুল।