লড়ে হারল বাংলাদেশ

লড়ে হারল বাংলাদেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ। টাইগারদের ২০৮ রানে হারিয়ে একমাত্র টেস্টে জয় তুলে নিয়েছে ভারত। স্বাগতিকদের দেয়া ৪৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৫০ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

অসম্ভববকে সম্ভবে পরিণত করতে পারে নি বাংলাদেশ। ভারতের দেয়া ৪৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে টাইগাররা। পাহাড় সমান রানের টার্গেট হয়তো সেই চাপেই পঞ্চম ও শেষ দিনের শুরুটা সুখকর হয়নি সফরকারীদের| মাত্র ১ রান যোগ করে ফেরেন সাকিব। করেন ২২ রান।

তবে মাহমুদুল্লাহকে নিয়ে মুশফিক ভারতীয় বোলারদের দেখে শুনেই খেলছিলেন। প্রথম ইনিংস্বের সেঞ্চুরিয়ান মুশফিকুর এদিন নিজের নামের পাশে সুবিচার করতে পারেন নি। আউট হন ২৩ রানে। এরপর দ্রুতই ফিরে যান সাব্বির ২২ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মাহমুদুল্লাহ। নিজেকে হারিয়ে খোঁজা মাহমুদউল্লাহ অর্ধশতক করে ৬৪ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।

এ অবস্থায় কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে দলের বিপর্যয় সামলে নেয়ার চেস্টা করেন মেহেদী মিরাজ। তবে মিরাজও ফেরেন ব্যক্তিগত ২৩ রানে। তাইজুল ও তাসকিন দ্রুত অউট হলে পরাজয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।