যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলার হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলার হুমকি উত্তর কোরিয়ার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মার্কিন আক্রমণ মোকাবিলায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল পশ্চিমা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

হান সং রিয়ল অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট আগ্রাসী টুইটবার্তায় সমস্যা তৈরি করছেন। মার্কিন প্রশাসন অসৎ উদ্দেশ্যে উপদ্বীপের পরিস্থিতি অস্থিতিশীল করছে।

উত্তর কোরিয়ার সামরিক নীতি সম্পর্কে তিনি জানান, দু’বছর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়া তার সামরিক নীতিতে পরিবর্তন এনেছে। এখন যে কোনও ধরনের সমস্যা মোকাবেলা করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়া।

হান আরও বলেন, উত্তর কোরিয়ার শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে। আর মার্কিন হামলার মুখে সে অস্ত্র হাতে নিয়ে চুপচাপ বসে থাকবো না উত্তর কোরিয়া। মার্কিন বাহিনী যেভাবে আক্রমণ করবে, তার সমুচিত জবাব দেওয়ার জন্য দেশটি পুরোপুরি প্রস্তুত বলে উল্লেখ করেন তিনি।