প্রধান বিচারপতির ‘বক্তব্য’ বাদ দেয়ার উদ্যোগ নেবে সরকার: আইনমন্ত্রী

প্রধান বিচারপতির ‘বক্তব্য’ বাদ দেয়ার উদ্যোগ নেবে সরকার: আইনমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রধান বিচারপতি তার বক্তব্যে সংসদকে হেয় করেছেন উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে তার আপত্তিকর বক্তব্য বাদ দেয়ার উদ্যোগ নেবে সরকার।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগ যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন তা গ্রহণযোগ্য নয়।

বর্তমান সরকার এবং জাতীয় সংসদের কোন সংশোধনী দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন বা খর্ব করার অভিপ্রায় ছিলনা দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী দিয়ে সংসদ বিচার বিভাগের সাথে কোন পাওয়ার কনটেস্টে অবতীর্ন হয়নি।

আপিল বিভাগের রায়ে সরকার সংক্ষুব্ধ মন্তব্য করে আইনমন্ত্রী জানান, রিভিউ করার সিদ্ধান্ত এখনো হয়নি। সংবাদ সম্মেলনে ১১৬ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থি অ্যাখ্যায়িত করায় প্রধান বিচারপতির রায় যুক্তি নয় বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত বলেও মন্তব্য করেন তিনি।