নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পোশাক কারখানাসহ দেশের যেসব শিল্প কারখানায় বয়লারের নিবন্ধন নেই, সেসব বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত ৩ জুলাই গাজীপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানির ১৫ দিনের মাথায় উচ্চ আদালতের এই নির্দেশনা এলো।

গাজীপুরের ওই ঘটনায় ৪২ জন শ্রমিক-পথচারীও আহত হয়েছিলেন।