দুই মাস পর দেশে করোনায় মৃত্যু একশো’র নিচে

দুই মাস পর দেশে করোনায় মৃত্যু একশো’র নিচে

শেয়ার করুন

 

Corona
নিজস্ব প্রতিবেদক।।
দুই মাস পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা একশোর নিচে নেমে এসেছে। তবে গত এক দিনের তুলনায় কিছুটা বেড়েছে সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় এই ভাইরাসে ৮০ জনের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমিত রোগীর সংখ্যা ৩ হাজার ৪৩৬ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৬ জুন একদিনে মৃত্যুও সংখ্যা ছিল ৭৭ জন।
দেশে প্রথমবার করোনায় মৃত্যুও সংখ্যা ১০০ ছাড়ায় গত ১৬ এপ্রিল। ওই দিন মারা যান ১০১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭৮ শতাংশ।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯। মোট মারা গেছেন ২৫ হাজার ৯২৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ২১ জন মারা গেছেন। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য বিভাগের।