জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা

শেয়ার করুন

jerusalemডেস্ক রিপোর্ট:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন দূতাবাসকে জেরুজালেমে সরানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গললবার এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।

দেয়ালঘেরা দশমিক ৩৫ বর্গ মাইলের শহর জেরুজালেম। ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর পুরোনো শহরটি দখল করে ইহুদিদের উচ্ছেদ করে জর্ডান। তবে ১৯৬৭ সালে ছয়দিনের লড়াইয়ে পূর্ব জেরুজালেমকে পশ্চিম অংশের সাথে একীভূত করে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।

১৯৮০ সালে আইন করে জেরুজালেমকে ইসরায়েলের অংশ করা হলেও, জাতিসংঘসহ মুসলিম বিশ্ব তা মেনে নেয়নি। বরং পূর্ব জেরুজালেমকে অধীকৃত ফিলিস্তিনের অংশ হিসেবে গণ্য করেছেন তারা। পরের বছর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভূক্ত করে জেরুজালেমের অবস্থান স্থায়ী ভিত্তিতে সমাধানের দাবি জানায় ইউনেস্কো।

মুসলমান, খ্রিস্টান ও ইহুদি। এই তিন ধর্মের মানুষের কাছে সমান পবিত্র ও গুরুত্বপূর্ণ এলাকা জেরুজালেম। যেখানে মুসলিমদের রয়েছে ডোম অব দ্য রক ও আল আকসা মসজিদ। ইহুদিদের জন্য টেম্পল মাউন্ট ও পশ্চিম দেয়াল এবং খ্রিস্টানদের রয়েছে চার্চ অব দ্য হলি সেপালচার।