কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লার মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেয়ার করুন
ফাইল ছবি।
ফাইল ছবি।

এটিএন টাইমস ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র মনিরুর হক সাক্কুকে দুদকের একটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। অবৈধ সম্পদ অর্জন ও জ্ঞাত বহির্ভূত আয়ের বিরুদ্ধে করা মামলায় এ রায় দেয়া হয়।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের পহেলা জানুয়ারী দুদক কুমিল্লার পক্ষ থেকে ঢাকার রমনা থানায় এ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুদক কুমিল্লার সহকারী পরিচালক নুরুল হুদা মামলাটির তদন্ত শেষে সাককুর বিরুদ্ধে ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১শ ২০ টাকার তথ্য গোপন ও ৪ কোটি ৫৭ লাখ ৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত আয়ের সন্ধান পাওয়ায় ২০১৬ সালে তার বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়।

মঙ্গলবার মামলাটির নির্ধারিত তারিখে চার্জশীটটি বিচারের আমলে নেয়া হয় এবং আদালতে হাজির না হওয়ায় এ রায় প্রদান করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচার কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। দুদকের পিপি  মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।