কাদের খানের বাড়ির উঠান থেকে পিস্তল উদ্ধার

কাদের খানের বাড়ির উঠান থেকে পিস্তল উদ্ধার

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার মূল পরিকল্পনাকারী কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা পিস্তলটি এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল।

রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আহম্মেদ বশিরের নেতৃত্বে জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি দল ও ফায়ার সার্ভিসের ইউনিট ডা. কাদেরের গ্রামের বাড়িতে দুপুরে অভিযান শুরু করেন। এসময় পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়।

এসময় বাড়ির সামনের তিনটি পুকুরের পানি সেচে ফেলে পুলিশ। রাত ১টার দিকে কাদের খাঁনের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়ির উঠানে একটি গর্তের সন্ধান পাওয়া যায়। ওই গর্ত থেকেই উদ্ধার করা হয় একটি পিস্তল ও ম্যাগাজিন।

লিটন হত্যায় তিন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে কর্নেল কাদের খাঁন একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি আগেই জমা দিয়েছিল। নতুন উদ্ধার হওয়া পিস্তলটি নিয়ে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি অস্ত্র পেল পুলিশ। তৃতীয় অস্ত্রটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে