করোনায় দেশে নতুন আক্রান্ত নেই, সুস্থ ১৫ জন

করোনায় দেশে নতুন আক্রান্ত নেই, সুস্থ ১৫ জন

শেয়ার করুন

 

iedcr brifing

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি। তবে এ সময়ে ৪ জন সুস্থ হয়েছেন। ফলে মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব তথ্য জানান।

তিনি বলেন, যাদের বয়স ৬০ এর বেশি তারা একেবারেই ঘরের বাইরে যাবেন না। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে ৩ হাজার ৪৫০ কল এসেছে, এর সবই কোভিড-১৯ সংক্রান্ত।

তিনি বলেন, নতুন করে আমরা নমুনা সংগ্রহ করেছি ৪২ জনের। মোট নমুনা সংগ্রহ করেছি ১ হাজার ৬৮ জনের।

সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া রোগীদের বিষয়ে ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, যারা সুস্থ হয়েছেন, তারা মোট ১৪ দিন হাসপাতালে ছিলেন। লক্ষণ ও উপসর্গ দেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা ৮ থেকে ১৬ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। তাদের মধ্যে জ্বর-কাশি ছিল। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন মহিলা। গড় বয়স ২৯ বছর। সর্বনিম্ন ২ বছর বয়স।