করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৫

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৫

শেয়ার করুন

 

Residents wait for their turm to get tested for the COVID-19 coronavirus, in Dhaka on June 17, 2020. - Worldwide more than eight million people have been infected by COVID-19 and over 439,000 have died, with the virus accelerating across South Asia and Latin America. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৫১৩ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।

আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে একদিনে শনাক্তের হার ২০.৩০ শতাংশ, সুস্থতার হার ৫৭.৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।