২৩টি মনোনয়ন পেলো ওটিপি প্ল্যাটফরম চরকি

২৩টি মনোনয়ন পেলো ওটিপি প্ল্যাটফরম চরকি

শেয়ার করুন

chorki

বিনোদন ডেস্ক।।

চ্যানেল আই স্ন্যাক কিপার ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের ২৩টি মনোনয়ন পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক–অভিনেত্রীসহ ২৩টি মনোনয়ন পেয়েছে।

এর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র (ওয়েব ফিল্ম) বিভাগে তিনটি মনোনয়ন পেয়েছে চরকির সিনেমা। মনোনয়নগুলো এসেছে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘অতিথি’, ‘বকুলফুল’ দিয়ে। এই শাখায় হইচইয়ের ‘কষ্ট নীড়’ প্রতিযোগিতা করবে।

শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম) বিভাগের সব কটি মনোনয়ন পেয়েছেন চরকির পরিচালকেরা। ‘মুন্সিগিরি’র জন্য অমিতাভ রেজা, ‘নেটওয়ার্কের বাইরে’-এর জন্য মিজানুর রহমান আরিয়ান। ‘বকুলফুল’ ও ‘খাঁচার ভেতর অচিন পাখি’র জন্য শরাফ আহমেদ জীবন ও রায়হান রাফি।

শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব ফিল্ম) বিভাগে ফজলুর রহমান বাবু, ইয়াশ রোহান, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার চরকির ওয়েব ফিল্মে অভিনয় করে মনোনয়ন পেয়েছেন।

তাঁরা অভিনয় করেছেন যথাক্রমে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘অতিথি’তে আর মনোনয়ন পেয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ছবির জন্য। এ ছাড়া এই শাখায় ওয়েব ফিল্ম ‘কষ্ট নীড়’-এ অভিনয় করে তারিক আনাম খান সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন।