৩ মাস ধরে কালিয়াকৈর উপজেলা হাসপাতালের টয়লেট বন্ধ, ভোগান্তিতে রোগীরা

৩ মাস ধরে কালিয়াকৈর উপজেলা হাসপাতালের টয়লেট বন্ধ, ভোগান্তিতে রোগীরা

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের লাইন ত্রুটির কারণে প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে টয়লেট। এতে চরম দুর্ভোগে পড়েছে ভর্তি থাকা রোগী ও স্বজনরা।

সোমবার (৪ এপ্রিল) সকালে হাসপাতাল ঘুরে এ চিত্র দেখা যায়।

জানা গেছে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ওয়ার্ডে টয়লেটের অভাবে রোগী এবং তাদের স্বজনরা ঠিকমতো টয়লেট ব্যবহার করতে পারছে না। তবে পাশের একটি আইসোলেশন ভবনে গিয়ে লাইনে দাড়িয়ে টয়লেট ব্যবহার করতে হয় রোগীদের। টয়লেটটি অন্য ভবনে থাকায় এতে ডায়রিয়া রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ওই ভবনের টয়লেটের অবস্থা বেশ নাজেহাল।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল বেলাল বলেন, টয়লেট লাইনে ত্রুটির কারণে অল্প কিছুদিন ধরে বন্ধ রয়েছে। নতুন করে কাজের টেন্ডার হয়ে গেছে। আশাকরি ২ থেকে ৪ দিনের ভেতর কাজ শুরু হবে।