হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির

হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তির দাবি একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির

শেয়ার করুন

 

71

এটিএন টাইমস ডেস্ক।।

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের শাস্তিও দাবি করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার নির্মূল কমিটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মৌলবাদীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। তাই তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছে নির্মূল কমিটি।

বিবৃতিতে আরো বলা হয়, যে কিশোর ছাত্ররা মৌলবাদী চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে অপমান করে পুলিশে সোপর্দ করেছে, তাদের মধ্যে মানবিক চেতনার বিকাশ ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জোর দাবি জানাচ্ছে।

এছাড়া বাংলাদেশে যেভাবে প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে উগ্র মৌলবাদী, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক মানসিকতার প্রসার ঘটছে, তাতে নির্মূল কমিটি অত্যন্ত উদ্বিগ্ন।

কলেজশিক্ষক লতা সমাদ্দারের লাঞ্ছনার ক্ষত উপশমের আগেই স্কুলশিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের লাঞ্ছনা ও গ্রেপ্তারের ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন, ক্ষুব্ধ।

হৃদয় চন্দ্র মণ্ডলের স্বজনেরা যদি প্রয়োজন মনে করেন, তাহলে তাঁকে নির্মূল কমিটি আইনি সহযোগিতা দেয়ার আশ্বাসও দেয়া হয় বিবৃতিতে।

সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, সৈয়দ আমিরুল ইসলাম, শামসুল হুদা, শামসুদ্দিন চৌধুরী, লেখক-সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী, ব্যারিস্টার শফিক আহমেদ, অধ্যাপক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, সমাজকর্মী মালেকা খান, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী, অধ্যাপিকা পান্না কায়সার, মাহফুজা খানম, জননেতা ঊষাতন তালুকদার, কথাশিল্পী সেলিনা হোসেন, চলচ্চিত্রনির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শহীদজায়া সালমা হক, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অধ্যাপক শিল্পী আবুল বারক আলভী, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মেজবাহ কামাল, ড. মেঘনা গুহঠাকুরতা বিবৃতিতে স্বাক্ষর করেন।

শ্রেণিকক্ষে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।