সৌদি আরবের তেলের ডিপোতে রকেট হামলা

সৌদি আরবের তেলের ডিপোতে রকেট হামলা

শেয়ার করুন

Saudi oil fire

আন্তর্জাতিক ডেস্ক।।

সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোনের সাহায্যে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হামলার পর জেদ্দার একটি তেলের ডিপো থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়। শহরটি ফর্মুলা ওয়ান রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। যা শুরু হবে রোববার থেকে।

তবে সৌদি আরব ও রাষ্ট্রীয় কোম্পানি আরামকো আগুনের বিষয়ে কিছু জানায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, হামলার ব্যাপারে প্রাথমিকভাবে সৌদি আরামকোর তরফে কিছু জানানো হয়নি। দীর্ঘদিন ধরেই হুথিদের টার্গেটে ছিল এটি।

শুক্রবার (২৫ মার্চ) হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, গোষ্ঠীটি ক্ষেপণাস্ত্র দিয়ে আরামকোর স্থাপনা এবং ড্রোন দিয়ে রাস তনুরাসহ আরও একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে তারা। এক টুইট বার্তায় হামলার বিষয়টি নিশ্চিত করেন ইয়াহিয়া।

এদিকে, হুথিদের এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি জ্বালানি উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। গত বছর দ্বিগুণ মুনাফা অর্জনের খবর সামনে আসার পরপরই এ ঘোষণা দেয় বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানিটি।