শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার চেষ্টা উদ্দেশ্যমূলক- শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার চেষ্টা উদ্দেশ্যমূলক- শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

Edu Min

চাঁদপুর প্রতিনিধি।।

শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার চেষ্টা উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এই অপচেষ্টাগুলো কোনভাবেই সফল হবে না।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দীপু মনি বলেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটনানোর চেষ্টা করছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক ঘটনাগুলোয় সাম্প্রদায়িক চেহারা দেওয়ার পেছনে প্রতিষ্ঠানের কেউ সম্পৃক্ত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম, যাতে দেখা যাচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানান রকম চেষ্টা করেও যখন ব্যর্থ হচ্ছে।

তখন তারা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে, যেগুলো তারা আবার এক ধরণের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি এই অপচেষ্টা কোনভাবেই সফল হবে না।